ষষ্ঠ পরিচ্ছেদ
কেমন আছো তোমরা?আমাদের পরামর্শ গুলো তোমাদের কেমন লাগছে জানিয়ো, চলো আজকের পড়া শুরু করা যাক। এই অধ্যায় তা একটু জটিল, বোঝার বিষয় বেশি। যে সব জিনিস বেশি জ্বর দিয়ে পড়বে তা হলোঃ
১)কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র তিনটি ঝিল্লি দ্বারা বেষ্টিত, এদের নাম পড়বে। এই ঝিল্লি তিনটির মাঝে কিছু ফাকা জায়গা থাকে তাদের নাম গুলো খুব গুরুত্বপূর্ণ।যেমন অ্যারাকনয়েড, সাব অ্যারাকনয়েড ইত্যাদি
২) কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রায় ১০০ cm^3 পরিমান সেরেব্রোস্পাইনাল ফ্লুয়িড থাকে
৩)মস্তিস্কের আয়তন, ওজন এবং এতে নিউরনের সংখ্যা পড়বে
কেমন আছো তোমরা?আমাদের পরামর্শ গুলো তোমাদের কেমন লাগছে জানিয়ো, চলো আজকের পড়া শুরু করা যাক। এই অধ্যায় তা একটু জটিল, বোঝার বিষয় বেশি। যে সব জিনিস বেশি জ্বর দিয়ে পড়বে তা হলোঃ
১)কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র তিনটি ঝিল্লি দ্বারা বেষ্টিত, এদের নাম পড়বে। এই ঝিল্লি তিনটির মাঝে কিছু ফাকা জায়গা থাকে তাদের নাম গুলো খুব গুরুত্বপূর্ণ।যেমন অ্যারাকনয়েড, সাব অ্যারাকনয়েড ইত্যাদি
২) কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রায় ১০০ cm^3 পরিমান সেরেব্রোস্পাইনাল ফ্লুয়িড থাকে
৩)মস্তিস্কের আয়তন, ওজন এবং এতে নিউরনের সংখ্যা পড়বে

৫) সুষম্না কাণ্ডের কেন্দ্রীয় অঞ্চল H আকৃতির এবং একে গ্রে ম্যাটার বলে
৬) সুষম্না কাণ্ডের কাজ দেখে রেখো
৭) অবশ্যই অবশ্যই নার্ভের প্রকারভেদ.
৮) মস্তিস্কের প্রধান অংশ গুলোর বিভাগের যে চার্ট আছে তা পড়বে ভালো ভাবে
৯)সেরেব্রাম হেমিস্ফিয়ারের বর্ণনার মেইন পয়েন্ট পড়বে: জাইরাস, ফিসার, পাঁচটি খণ্ড আর তাদের নাম, পুরুত্ব, কিসে গঠিত?
১০)সেরেব্রাম হেমিস্ফিয়ারের যেন একটাও ভুল না হয়, আজমল স্যারের বই তে ২ নাম্বার কাজের চারটা পয়েন্ট ঘুমের ভিতর ধরলেও বলতে পারতে হবে
![]() |
| সুষুম্না স্নায়ু |
১২)সেরেবেলামের ওজন জেনে রাখবে, ১৫০গ্রাম
১৩)মেডুলা অবলংগাটার দৈর্ঘ্য প্রস্থ পড়বে
১৪) এটি যত গুলো জিনিসের নিয়ন্ত্রণ কেন্দ্র হিসাবে কাজ করে সব গুলো নাম অবশ্যই অবশ্যই পড়তে হবে
১৫)মোটর,সেন্সর আর করোটিক স্নায়ু ,সুস্মনা স্নায়ুর পার্থক্য দুইটা ।
১৬)আর সর্বশেষ করোটিক স্নায়ুর সংক্ষিপ্ত বিবরন মুখস্থ
আর সিনাপ্সের প্রকারভেদ তা দেখো...।
আর কিছু পড়তে হবে না রে ভাই...আর কত পড়বা?
যারা একটু বেশি জানতে চাও তাদের জন্য নিচে কোন স্পাইনাল নার্ভ কোথায় সাপ্লাই দেই তার একটা ছবি দিলাম
৭/০৭/২০১২ ০৩:৫৪:০০ AM




0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন