মানব দেহ দ্বিতীয় পরিচ্ছেদ

এই অধ্যায় এর অন্যান্য পরিচ্ছেদ এর মত এই পরিচ্ছেদ টাও অনেক গুরুত্বপূর্ণ। এক নজরে দেখে নাও এই অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন ভালো করে পড়বে?

১. সকল কিছুর দৈর্ঘ্য যেমন পৌষ্টিক নালী, অন্ননালী ইত্যাদি
২. বিভিন্ন আকৃতি যেমন ডিউডেনাম U আকৃতির
৩. Ilium ও ileum এর মধ্যে পার্থক্যের পয়েন্টগুলো
৪. অগ্নাশয় থেকে নির্গত হরমোন গুলোর নাম
৫. লালাগ্রন্থির দুই ধরনের কোষঃ সেরাস ও মিউকাস
৬. যকৃতের চারটি খণ্ড, ডান খণ্ড সবচেয়ে বড়। যকৃতের ওজন ১৫০০-২০০০ গ্রাম। যকৃতের নিচে পিত্তাশয় থাকে।
৭. আন্ত্রিক গ্রন্থির কোষ গুলোঃ ব্রাশ কোষ, গবলেট কোষ, লিবারকুহন কোষ, প্যাথেন কোষ, আর্জেন্টফিন কোষ, ব্রুনার এর গ্রন্থি
৮. বিভিন্ন খাবার যেমন কার্বহাইড্রেট পরিপাকে বিভিন্ন স্থানে নির্গত এনজাইম এর নাম ( যেমন লালারশে কার্বহাইড্রেট পরিপাকের কি এনজাইম থাকে?)
৯. লিপিড দ্রাব্য ভিটামিন হল A,D,E,K।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More