মেডিক্যাল ভর্তির জন্য ইংরেজি বিষয়ের উপর ভাল দখল থাকা চাই। কারণ মোট ১০০ নম্বরের মধ্যে ইংরেজি থেকে ১৫ টি প্রশ্ন থাকে। ভর্তি পরীক্ষায় ভাল করতে হলে তোমাদেরকে প্রত্যেকটি Question এর style সম্বন্ধে ভাল ধারণা রাখতে হবে। এতে তোমার ‘Preparation for English’ কাজটার সারমর্ম ফুটে উঠবে। এ ক্ষেত্রে আমরা বলতে পারি তোমরা গত সব বছরের Question এর English Section গুলো খুব ভালোভাবে খেয়াল কর এবং Question এর style বা বিভিন্ন বছরের Question এর বিষয়ভিত্তিক পার্থক্যটা ধরতে চেষ্টা কর।এই ফোরাম এ তোমাদের সুবিধার্থে Previous বছরের English Question পর্যালোচনা করে Question এর Styleতুলে ধরছে।
যদিও এখন মেডিক্যাল এবং ডেন্টালের ভর্তি পরীক্ষা একসাথে হয় তবেএ বিষয়টি মাত্র শুরু হয়েছে ২০১১ সাল থেকে।নিচে বিগত বছরের question প্যাটার্ন আলোচনা করা হল।
এখানে মেডিক্যাল এর জন্য M এবং ডেন্টাল এর জন্য D ব্যবহার করা হয়েছে। এখানে প্রশ্নের ধরনের পুনরাবৃত্তি কেমন হয়েছে তা তুলে ধরা হল। তবে যারা অনেক ভাল করতে চাও তাদেরকে অবশ্যই সবগুলো টপিক ভাল করে পড়তে হবে।
* Comprehension(M.06-07: Once and rare)
* Analogy(D.07-07: Once and rare)
* Sentence Completion(M/D: frequent)
* Sentence Correction(M/D: frequent)
* Appropriate Preposition(M/D.frequent)
* Idiom and Phrase(M/D: frequent)
* Translation(M/D: frequent)
* Pinpointing Errors(M/D: Once and rare)
* Correct Spelling(M/D: Some-time and rare)
* Synonyms and Antonyms(M/D: frequent)
* Group Verbs(M/D: medium)
* Clause and Phrase(M.00-01: Once and rare)
* Voice and Narration(M/D: frequent)
* Types of Sentences and Transforrmation (M/D:frequent)
* Grammar Review(M/D: frequent)
তবে একথা মনে রাখতে হবে যে মেডিক্যাল এর প্রশ্ন pattern প্রতি বছরই change হয়।তাই তোমাদেরকে ইংরেজির সব গুলো বিষয়ই টাচ করে যেতে হবে।
৭/১২/২০১২ ০৮:৪৩:০০ AM


0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন