এই অধ্যায়ে পড়ার মূল জিনিস হল সব কিছুর কাজ।কিন্তু পড়ার জিনিস অনেক কম, খুব ছোট্ট অধ্যায়।বিস্তারিত নিচে বলছি
১)শ্বসনতন্ত্রের পরিবহন কারী অংশের মধ্যে নাসা গহ্বর,কোয়ালি, এপিগ্লটিস, ও স্বরতন্ত্রী এই গুলো পড়বে এবং এদের কাজ ও বর্ণনা পড়বে, গুরুত্বপূর্ণ
২)ডান ফুসফুস তিন খণ্ড বিশিষ্ট আর বাম এর টা দুই
৩)গাজি আজমল স্যার এর বই এ যে শ্বসন অঞ্চলের রেখাচিত্র আছে আমি সেটাকে একটু বিস্তারিত করে দিলাম। মনে রাখার চেষ্টা করবে
ট্রাকিয়া---->মুখ্য ব্রঙ্কাস---->গৌণ ব্রঙ্কাস---->ব্রঙ্কিওল----
এদের মধ্যে শেষ চারটি শ্বসনকারী অংশের মধ্যে পরে
নিচের ছবি টা দেখোঃ
৪)আলভিওলাস এর গঠন টা পুরো টা পড়বে। অনেক প্রশ্ন হতে পারে
৫)বহিশ্বসন ও অন্তশ্বসনের মধ্যে পার্থক্য
৬)বায়ুদূষণের শেষে যে ৯ টা পয়েন্ট ও রোগের নাম আছে সে গুলো ভালো করে পড়বে।
আর বেশি কিছু ভালো করে পড়তে হবে না, শুধু পুরোটা একবার reading দিয়ে ধারনা রেখো।
৬)বায়ুদূষণের শেষে যে ৯ টা পয়েন্ট ও রোগের নাম আছে সে গুলো ভালো করে পড়বে।
আর বেশি কিছু ভালো করে পড়তে হবে না, শুধু পুরোটা একবার reading দিয়ে ধারনা রেখো।
৭/১২/২০১২ ০৬:৫০:০০ AM



0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন