আলোচনাঃ মানব দেহ পঞ্চম পরিচ্ছেদ


বিষয় প্রানিবিজ্ঞান
অষ্টম অধ্যায়ঃ মানব দেহ
পঞ্চম পরিচ্ছেদ

১)যে অঙ্গ গুলো স্বতঃস্ফূর্ত ভাবে বর্জ্য নিষ্কাশন করে তাদের কাজ।কে কি নিঃসরণ করে তা খুব গুরুত্বপূর্ণ।
২)এই অধ্যায়ে তোমরা বিভিন্ন অঙ্গের দৈর্ঘ্য প্রস্থ ওজন ইত্যাদি পাবে। সে গুলো একটু ভালো করে মনে রাখার চেষ্টা করতে হবে
৩)মুত্রথলির মুত্রধারন ক্ষমতা কত পড়বে
৪)মুত্র সৃষ্টির মধ্যে নির্বাচন মূলক পুনঃশোষণ অংশ পুরো তা পড়বে, কি কি কোথায় শোষিত হয় আর প্রতি মিনিটে কত টুকু ফিলট্রেট তৈরি হয় এবং কত টুকু মুত্র তৈরি হয় পড়বে, পুনঃ শোষণের স্থান ও দেখবে

৫)প্রতিদিন সুস্থ মানুষের মুত্রের পরিমান প্রায় ১৫০০ মিলিলিটার, মুত্রের পরিমান বাড়িয়ে দেই তাদের ডাইউরেটিকস বলে, যেমন চা, কফি, পানি, লবন পানি
৬)ইউরোক্রম মুত্রের রঙের জন্য দায়ী, গন্ধের জন্য দায়ী ইউরিনয়েড
৭)মুত্রের উপাদান গুলোর নাম পড়বে, একটা নতুন পয়েন্ট বলি, বিভিন্ন লবনের পরিমান 1.6%



৮)অ্যান্টিডাইউরেটিকসের নাম পড়বে।
৯) নেফ্রন ও নিউরনের মধ্যে পার্থক্য
১০) মালি পিজিয়ান করপাসল আর  
মালপিজিয়ান নালিকার মধ্যে পার্থক্য পড়বে


এই টুকু পড়লেই হবে। ভালো থেকো






.
.

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More