পদার্থবিজ্ঞান ১ম পত্র দ্বিতীয় অধ্যায় (রৈখিক গতি)

এই অধ্যায় এর মূল কথা হল চার টি সূত্র, উপর থেকে নিচে মুক্তভাবে পড়ন্ত বস্তুর সুত্র, নিচ থেকে উপরে নিক্ষিপ্ত বস্তুর সূত্র গুলো ও এই সূত্র গুলোর অংক।

এখন দেই অতি প্রয়োজনীয় কিছু সুত্রঃ


একটি বস্তু কে h উচ্চতার একটি স্থান থেকে ফেলে দেওয়া হল। একই সাথে একটি বস্তু কে v বেগে খাড়া উপরের দিকে নিচ থেকে নিক্ষেপ করা হল উহারা t=h/v সময় পরে ভুমি থেকে h-g/2*(h/v)^2 উচ্চতায় মিলিত হবে

যদি একটি বুলেট গাছের গুরির ভিতর a দূরত্ব যাবার পর বেগ অর্ধেক হারায় তবে বুলেট টি আর a/3 পথ যেতে পারবে
এই সুত্রের রুপ আছে যা বেগ যে কোন পরিমান কমার জন্য কাজ করবে, চেষ্টা করবে সূত্র টি প্রমান করতে বা খুজে বের করতে

এই অধ্যায় এর অংক করার সময় অবশ্যই দিক এর বিষয় টা খুব ভালো করে খেয়াল রাখবে।

মেডিকেল এর জন্য গুরুত্ব পুরনঃ
১ একক, সমীকরণ ও মাত্রা
২ সরল চলন গতি ,সম দ্রুতি ,সম ত্বরণ, সমমন্দন ইত্যাদি যেগুলো আছে সে গুলোর উদাহরন
৩ বিভিন্ন পরিমাপক যন্ত্রের ব্যাবহার
৪ বিভিন্ন সংজ্ঞা


কতিপয় তথ্যঃ
১সমবেগে চলমান বস্তুর ত্বরণ থাকে না, কিন্তু সম দ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ থাক্তেও পারে নাও পারে
২ পড়ন্ত বস্তুর উচ্চতা সাধারণত নির্ণয় করা হয় বস্তু যেখান থেকে পরে সে খান থেকে

মেডিকেল এর জন্য এই অধ্যায় থেকে ইসহাক স্যার এর বই পড়তে একদমই হবে না, তবে তপন স্যার এর বই টা একটু দেখো


ইঞ্জিনিয়ারিং ও ইউনিভার্সিটি এর জন্যঃ
তোমাদের জন্য আজ কোন ভিন্ন পরামর্শ নেই, আজকের এই অধ্যায় থেকে প্রচুর অংক আসে। সুতরাং বই নিয়ে বসে সব অংক করে ফেল

যে shortcut সুত্র দিলাম তার ব্যাবহার একটু ভালো করে মনে রেখে অংক খুব তাড়াতাড়ি করতে হবে

সব শেষে চিন্তা শীল দের জন্য একটি প্রশ্ন বলতো এই যে দেখাই superman জাইগায় দাড়িয়ে অনেক জোরে আসা কোন কিছু কে থামিয়ে দেই এটা বাস্তবে হতে পারে কিনা?

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More